চিলমারী(কুড়িগ্রাম)প্রতিনিধিঃ
কুড়িগ্রামের চিলমারীতে গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎতায়িত হয়ে আক্কাস আলী (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে,সোমবার দুপুরে উপজেলার থানাহাট ইউনিয়নের কিসামত বানু খামারপাড়া এলাকায়। নিহত আক্কাস আলী ওই এলাকার ইসলাম মিয়ার ছেলে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, আক্কাস আলী সোমবার দুপুরে বাড়ির পাশ্বে কদম গাছের ডাল কাটছিলেন। এসময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে বিদ্যুতায়িত হয়ে গাছেই ঝুলছিলেন তিনি। ঝুলন্ত অবস্থায় তার মৃত্যু হলে মরদেহ গাছের দুই ডালের ফাঁকে আটকে থাকে। পরে স্থানীয় লোকজন গাছের উপর থেকে আক্কাছ আলীর মরদেহ নিচে নামিয়ে নেয়।
বিষয়টি নিশ্চিত করেছেন থানাহাট ইউনিয়ন ২নম্বর ওয়ার্ডের মহল্লাদার সুমন মিয়া।
এ বিষয়ে কুড়িগ্রাম লালমনিরহাট পল্লী বিদ্যুৎ সমিতির চিলমারী জোনাল অফিসের সহকারি জেনারেল ম্যানেজার মো.আল আমিন মিয়াকে একাধিক বার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।