ফুলবাড়ী সীমান্তে ৪৬ ভরি স্বর্ণসহ এক চোরাকারবারি আটক

আমাদের প্রতিদিন
2024-11-04 23:58:28

আব্দুল আজিজ মজনু :

কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতে পাচারকালে পাঁচটি স্বর্ণের বারসহ এক স্বর্ণ চোরাকারবারীকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। আটক স্বর্ণ চোরাকারবারি উপজেলার কাশিপুর অন্তপুর গ্রামের মৃত সফর উদ্দিনের ছেলে শহিদুল ইসলাম (৫২)।

সোমবার বিকালে বিজিবির সদস্যরা তাকে ফুলবাড়ী থানায় সোর্পদ করেছে।

বিজিবি জানায়, বিজিবি গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন বড় একটি স্বর্ণের চালান ভারতে পাঁচার হবে। এই সংবাদের ভিত্তিতে লালমনিরহাট ১৫ বিজিবির অধীন গংগাহাট ক্যাম্পের হাবিলদার আব্দুল মালেকের নেতৃত্বে বিজিবির একটি টহলরত দল উপজেলার সদর ইউনিয়নের বিদ্যাবাগিস আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৯ এর সাব পিলার ৭ এস থেকে ১শ গজ বাংলাদেশের অভ্যান্তরে বিদ্যাবাগিস সীমান্ত নামক স্থানে রাস্তার পাশে ওঁত পেতে থাকে। সোমবার সকাল সাড়ে ৯ টার দিকে মোটরসাইকেল যোগে একজন ব্যক্তি ওই পথে আসেন। পরে বিজিবি টহলদল তার কাছে স্বর্ণের বার আছে বলে চ্যালেঞ্জ করলে তিনি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাকে আটক করেন। পরে তল্লাশি করে পকেট থেকে কসটেপ মোড়ানো দুইটি প্যাটেক  থেকে পাঁচটি স্বর্ণের বার জব্দ করা হয়। পরে স্বর্ণ চোরাকারবারিকে ক্যাম্পে নিয়ে আসা  হয়। ক্যাম্পে পাঁচটি স্বর্ণের বারের ওজন ৫৬৬.৬৫ গ্রাম (৪৫ ভরি ৯ আনা ২ রতি ৫ পয়েন্ট। যার আনুমানিক মূল্য ৬৬ লাখ ৭৭ হাজার ৪০৩ টাকা।

লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর আসিফুল ইসলাম সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) নওয়াবুর রহমান জানান, আটক স্বর্ণ চোরাকারবারিকে থানায় নিয়ে এসেছে বিজিবি।