সাঘাটায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশনের সভা

আমাদের প্রতিদিন
2024-12-03 10:59:31

গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধা সাঘাটা উপজেলা ইন্ডাস্ট্রিয়ালিস্ট এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন এর আয়োজনে ৪ অক্টোবর বোনারপাড়া গনী প্লাজার ৩য় তলায় শাহ সুলতান টিপু মাস্টার এর সভাপতিত্ত্বে ব্যবসায়ী সমাবেশ  হয়েছে। উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আই,বি,ডাব্লিউ এফ এর জেলা উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়ারেছ। অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আই,বি,ডাব্লিউ এফ এর জেলা সভাপতি

ইসমাইল হোসেন,জেলা সহসভাপতি অধ্যাপক  এনামুল হক সরকার,সহসভাপতি নুরুল ইসলাম,সহসেক্রেটারি আল আমিন,উপজেলার উপদেষ্টা মাওলানা মো: ইব্রাহিম হোসেন ও আবদুল গফুর প্রমুখ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বোনারপাড়া হোটেল নিশির প্রোপ্রাইটর আনোয়ারুল ইসলাম। প্রধান বক্তা বলেন সৎ ভাবে ব্যবসা করলে দুনিয়ায় শান্তি এবং পরকালে জান্নাত পাবেন।