পৈত্রিক জমি ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন

আমাদের প্রতিদিন
2024-12-03 13:27:10

নিজস্ব প্রতিবেদক:

রংপুর মহানগরীর বড়বাড়ি ও মনোহরপুর মৌজার ১২ একর ৪১ শতক পৈত্রিক জমি ফেরত চেয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে সংবাদ সম্মেলন করেন প্রকৃত জমির মালিকের ওয়ারিশবর্গ । লিখিত বক্তব্যে বলেন আমরা ৩৫—৪০ বছর থেকে পৈত্রিক জমি থেকে বঞ্চিত। আমাদের এত জমি থাকতে আমরা রেললাইন ও রাস্তার ধারে ঝুপরি ঘরে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি। আমাদের জমিগুলো স্থানীয় লোকজন জোর পূর্বক ভোগ দখল করে আসছে। আমরা জমিতে যেতে চাইলে দখলদাররা প্রাণনাসের হুমকি ও মিথ্যা মামলা দিয়ে ভয়ভীতি দেখার চেষ্টা করতেছে। আমরা বর্তমানে নিরাপত্তাহীনতায় রয়েছি। তাই বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ ইউনুস মহোদয়ের নিকট আমাদের পৈত্রিক সম্পত্তি ফিরে পেতে রংপুরে প্রশাসনকে দায়িত্ব দেওয়ার জন্য অনুরোধ করছি। নিম্নে জমির মালিক বনাম জমি দখলের বিবরন দেওয়া হলো। বড়বাড়ি মৌজার পৈতৃক সুত্রে জমির মালিক আব্দুর রহিম, আজিবর রহমান, সাফিউন নেছা, আঃ লতিফ, আতিয়ার রহমান, আজিরন নেছা, সাহেরা বেগম গং  পৈতৃক সুত্রে জমির মালিক মোঃ সোহানুর রহমান সাজু ও মোছাঃ সুফিয়া বেগম গং পিতাঃ মৃতঃ ছফর উদ্দীন (খরের), মাতাঃ মৃতঃ শাফিউন নেছা। তফশিল নং— জেলা ও সাব রেজিস্ট্রি অফিস রংপুর, থানা—কোতয়ালী, রংপুর সিটি কর্পোরেশন ভুক্ত। মৌজা— পূর্ব বড়বাড়ি, মরিচটারি যাহার যে এল নং—১০১, ডিপি—৪৭৭, রাজস্ব—২০৮৫, দাগ নং—৩২৮৭, বাড়ী দাগের অংশ ৫৯৮ এর মধ্যে ৭৬ শতক এবং রাজস্ব—২২০১, দাগ নং—৩২৮৬, বাড়ী দাগের অংশ ১০০ এর মধ্যে ২০ শতক। ৭৬ শতক ও ২০ শতক জমি আমিনুল ইসলাম, পিতাঃ আব্দুল জলিল, মঞ্জুরুল ইসলাম, পিতাঃ আঃ খালেক, আতিয়ার রহমান, পিতাঃ আঃ মালেক, সামছুল ইসলাম, পিতাঃ আহম্মাদ আলী। আজগার আলী, পিতাঃ তছলিম উদ্দীন রাজস্ব দাগ নং—৪১১৪, জমির পরিমান ৪৫ শতক দোলা। রাজস্ব ৪৫৯৯ ডাঙ্গা জমি ৪৯ শতক প্রকৃত জমির মালিক অকিমন নেছা ও আয়াতন নেছা পিতাঃ জহুর উদ্দীন শেখ। ভোগ দখল করে আছে রাজেশ^রী বর্মন, পিতাঃ মৃতঃ রজনীকান্ত বর্মণ রাজু বালা বর্মণী পিতাঃ টেপরা বর্মণ। রাজস্ব ৪১৭৪ ২৮ শতক জমি দোলা, রাজস্ব ৪১৭৮ জমি ২৪ শতক আস্ত বাড়ি, মোট জমি ৫৬ শতক। ওয়ারিশ সুত্রে জমির মালিক শাফিউন নেছা মৃতঃ আজিরন নেছা, আব্দুল লতিফ, মৃতঃ আব্দুর রহিম, মাতাঃ মৃতঃ আহেতন নেছা, গং— সুফিয়া খাতুন, সাজু মিয়া পিতাঃ ষফের উদ্দীন খরের। রাজস্ব ৪১১৪ জমি ৪৫ শতক দোলা, ৪৫৯৮ জমি ২৭ শতক ডাঙ্গা, রাজস্ব ৪৬২৮ ১৫ শতক দোলা, রাজস্ব ৪৬২৯ জমি ১৮ শতক দোলা। হাল খতিয়ান নং¬—১৫২, সি এস খতিয়ান ১৪৫, মোট জমির পরিমান ১ একর ৫৪ শতক। ভোগ দখল করে আছে ছবিল উদ্দীন, পিতাঃ মৃতঃ কাছিম উদ্দীন, আজগর আলী, পিতাঃ মৃতঃ তছলিম উদ্দীন। রাজস্ব ১৭১২ জমি ১৫ শতক ডাঙ্গা, প্রকৃত জমির মালিক বছির উদ্দীন চকিদার, পিতাঃ ছোবান উদ্দীন চকিদার ওয়ারিশ সুত্রে জমির মালিক শাফিউন নেছা, আব্দুল জলিল, আব্দুল মালেক, আব্দুল খালেক, আছিরন নেছা, সাহেরন নেছা, বাছিরন নেছা, উভয়ের পিতাঃ বছির উদ্দীন চকিদার, জমির মোট পরিমান ৪ একর ৯ শতক।  মনোহরপুর মৌজার  পৈতৃক সুত্রে জমির মালিক ছফর উদ্দীন খরের ছেলে সোহানুর রহমান সাজু ও সুফিয়া বেগম গং জে এল নং—১০৫, হাল খতিয়ান নং—১০৮ এর মধ্যে জমির দাগ নং— ১১০৭ জমি ২৪ শতক, ১১৭২ জমি ২৭ শতক, ১১৭৩ জমি ০৩ শতক, ১১৭৪ জমি ৩১ শতক, ১১৫৪ জমি ১৪ শতক জমি ডাঙ্গা। মোট জমি ০১ একর।  খতিয়ান নং— ৪৪, এস. এ. খতিয়ান ৫১, সি. এস. খতিয়ান ৫২৭, খতিয়ান নং ২৯৫, ২৯৬, ২৯৭, খতিয়ান নং ৩০৫, খতিয়ান নং ৯৭, দাগ নং—১১৭২ দাগে জমির পরিমান ২৭ শতক মৃতঃ জামিউল ইসলামের ছেলে মানিক মিয়া, নাজমুল হুদা, সাজু মিয়া, জাদু মিয়া ।  দাগ নং— ১১৬২ জমি ডাঙ্গা পরিমান ৭৮ শতক, জমি ভোগ দখল করে আছেন মৃতঃ পঁচা মিয়াজী (এরফান মুন্সীর) ছেলে , আবু বকর সিদ্দিক, আব্দুল জলিল , মৃতঃ মজিবর রহমানের ছেলে শাহাজান আলী গং, মৃতঃ আজিজার রহমান ছেলে মজনু মিয়া গং। প্রকৃত জমির মালিক ছফর উদ্দীন খরের, পিতাঃ মৃতঃ নজিম উদ্দীন (আজিম), মাতাঃ মৃতঃ সফিরন বিবি (সহিজন)। । রাজস্ব— ১১৭৬ জমি ডাঙ্গা জমি ১৬ শতক বাড়ি, রাজস্ব— ১১৭৭ জমি ১৬ শতক ডোবা, রাজস্ব ১১৬৪ ২৭ শতক ভিটা, রাজস্ব দাগের প্রকৃত মালিক মৃতঃ সফিরন বিবি (সহিজন) নেছা , মৃতঃ পাগলী বেওয়া, মৃতঃ তছলিম উদ্দীন উভয়ের পিতাঃ মৃতঃ সহর উদ্দীন শেখ।  ভোগ দখল করে আছেন তফিলা বেগম, আব্দুল হাদী, হামিদুল ইসলাম উভয়ের পিতাঃ মৃতঃ তছর উদ্দীন। মানিক মিয়া, সাজু মিয়া পিতাঃ মৃতঃ জামিয়াল উদ্দীন। মোসলেম উদ্দীন, পিতাঃ গফুর উদ্দীন সাং মনোহরপুর শিংগীমারি। রাজস্ব ১১০৭ জমি ২০ শতক, রাজস্ব ১৪০১ জমির পরিমান ৩২ শতক ডাঙ্গা জমির মালিক ঐ ভোগ দখল করে আছে আব্দুস ছামাদ, পিতাঃ মৃতঃ নেজাম মুদ্দিন, সাং—ঐ। রাজস্ব ১১৭৯ জমি ৩১ শতক ডাঙ্গা, জমির মালিক ঐ ভোগ দখল আছে আফজাল হোসেন, পিতাঃ মৃতঃ সিরাজ উদ্দিন, ভাটিয়া আজিম উদ্দীনের ছেলে আব্দুল জলিল, ইব্রাহিম, খলিলুর রহমান, রোস্তম আলী ৭৮৪ খতিয়ানে ১৪ শতক জমি (ডোবা) সাং মনোহরপুর শিংগীমারি।

গত রোববার রংপুর সাহিত্য পরিষৎ হলরুমে জমির প্রকৃক মালিক পরিবারের সদস্যদের আয়োজনে সংবাদ সম্মেলনে উপরোক্ত বিষয়গুলো তুলে ধরে লিখিত বক্তব্য পাঠ করেন সোহানুর রহমান সাজু। এ সময় উপস্থিত ছিলেন আব্দুল লতিফ, সাইদুল ইসলাম, আতিয়ার রহমান, আজিবার রহমান, সুফিয়া বেগম, জাহেদা বেগম, সাইফুল ইসলাম, আছিরন নেছা প্রমুখ।