ডিমলায় তিস্তার ভাঙনে বিলীন হচ্ছে আবাদী কৃষি জমি

আমাদের প্রতিদিন
2024-12-03 18:24:52

মোঃ হাবিব, ডিমলা (নীলফামারী):

নীলফামারীর ডিমলায় প্রতি বছর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে বন্যায় পরিস্থিতি উন্নতি হলেও তিস্তা নদীর ভাঙনে বিলীন হচ্ছে আবাদী কৃষি  জমি। সরে জমিনে দেখা যায় টেপাখড়িবাড়ী ইউনিয়নের উত্তর খড়িবাড়ী মৌজার মধ্য পাড়ায় দেখা দিয়েছে ভাঙন। এতে ক্ষতিগ্রস্থ হচ্ছে স্থানীয় কৃষকদের আবাদী কৃষি জমি।

স্থানীয় কৃষক রবিউল ইসলাম জানান, যে আবাদী জমিগুলোতে আমরা ফসল ফলিয়ে নিজেদের চাহিদা মিটিয়েও বাজারে বিক্রি করি। অথচ আজ তিস্তার করাল গ্রাসে দিন দিন হারিয়ে যাচ্ছে। তিস্তা নদীর তলদেশ ভরাট হওয়ায় গভীরতা যেমন কমেছে সেই সাথে নদীর গতিপথ বদল হয়ে দেখা দিয়েছে ভাঙন। স্থানীয় কৃষক আব্দুল কুদ্দুস বলেন, এটাই আমাদের শেষ সম্বল, যেটা নদীতে পড়ে যাচ্ছে সেটা তো আর ফিরে আসবে না তবে ভাঙন বন্ধের জন্য দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবী জানাচ্ছি। স্থানীয় কৃষক নুর ইসলাম বলেন, আজ এক সপ্তাহ ধরে ভাঙতেছে অনেক খানি জায়গা ভেঙ্গে গেছে কাঁচা ও পাঁকা ধান কেটে নিতে হচ্ছে।

টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহিন মুঠোফোনে বলেন, উপজেলার উত্তর খড়িবাড়ী ও পূর্ব খড়িবাড়ী মৌজার কিছু আবাদী জমি ভাঙতেছে। ইতি মধ্যে আমি পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেছি। পরিদর্শন করার জন্য এসও কে পাঠিয়েছে। শুরুতে যদি ব্যবস্থা নেওয়া হয় তাহালে আবাদী জমি গুলো রক্ষা পাবে।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী মুঠোফোনে বলেন, তিস্তার ভাঙনে ফসলী জমি ক্ষতিগ্রস্থ হচ্ছে দ্রুত যথাযথ ব্যবস্থ্য গ্রহন করা হবে।