আতিউর রহমান, বিরল (দিনাজপুর):
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এই দেশ কারও একার নয়। ১৯৭১ সালে জাতী গোষ্ঠী ভেদাভেদভুলে সকলে ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পরেছিল। ছিলনা কোন ভেদাভেদ। সেই স্বাধীনতার মুল চেতনা ছিল, বাংলাদেশ সত্যিকারের একটা অসাম্প্রদায়িক, সম্পূর্ণ গণতান্ত্রিক একটা রাষ্ট্র ও একটা সমাজ নির্মাণ করার লক্ষ্যে। সেই লক্ষ বাস্তবায়নে জাতীয়তাবাদী দল বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর দিক—নির্দেশনায় আমরা কাজ করছি।
দিনাজপুর—২ (বিরল—বোচাগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কারানির্যাতিত নেতা আ ন ম বজলুর রশিদ বৃহস্পতিবার বিকেল হতে উপজেলার ১, ২, ৩ ও ১২ নং ইউনিয়নের এবং বিরল পৌরসভায় অনুষ্ঠিত দূর্গাপূজা মন্ডপ পরিদর্শনকালে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানিয়ে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, এই শারদীয় দূর্গাপূজা আপনাদের জীবনে অনাবিল আনন্দ বয়ে নিয়ে আসুক, একটা সুন্দর ভবিষ্যত নিমার্ণ করুক, বাংলাদেশ সত্যিকার অর্থেই একটা সাম্প্রদায়িক সম্প্রীতির দৃষ্টান্ত হয়ে থাকুক এই কামনা করছি। বাঙালি সনাতন ধমার্বলম্বীর সবচেয়ে বড় উৎসব এই দূর্গাপূজা। আপনার যে দেবীর আরাধনা করছেন, যাকে আপনারা মা দূর্গা বলেন এবং এই দূর্গার আর্বিভাব হয়েছিল অসুরকে বদ করার জন্য, অন্যায়কে দুর করার জন্য এবং মানুষে মানুষে ভ্রাতৃত্ব বন্ধুত্ব সৌহার্দ প্রতিষ্ঠা করার জন্য। হিংসা প্রতিশোধ—প্রতিহিংসা দূর করে ভালবাসার সমাজ নির্মাণ করার জন্য। আজকে সেই সুযোগ আমাদের সামনে এসেছে। আমরা ভয়াবহ দানবীয় শক্তিকে পরাজিত করে সম্ভাবনা সৃষ্টি করতে সক্ষম হয়েছি, যেখানে আমাদের একটা নতুন বাংলাদেশ নির্মাণ করার সুযোগ সৃষ্টি হয়েছে। যেখানে আমাদের মধ্যে কোনও ভেদাভেদ থাকবেনা, ধর্মান্ধতা থাকবে না, থাকবে না কোন সাম্প্রদায়িকতা।
এ সময় পৌর বিএনপি’র সভাপতি লিয়াকত আলী, সহ—সভাপতি ওয়াহেদ বিডিআর, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আল মামুনুর রশিদ রাজু, পৌর বিএনপি নেতা আব্দুল হান্নান (চাউলিয়া), আতাউর রহমান, ধামইর ইউনিয়ন বিএনপি’র সভাপতি লাইছুর রহমান, সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন, ফরক্কাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এ বি এম রাশেদুল কবীর রনি, বিএনপি নেতা শাহ আলম মেম্বার প্রমূূখ উপস্থিত ছিলেন। শুক্রবার দিনাজপুর—২ (বিরল—বোচাগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী জেলা বিএনপি’র যুগ্ম সাধারন সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান কারানির্যাতিত নেতা আ ন ম বজলুর রশিদ বোচাগঞ্জ উপজেলার বিভিন্ন দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেন।