গঙ্গাচড়ার ইউএনও নাহিদ তামান্না কে বদলি জনিত বিদায় সংবর্ধনা

আমাদের প্রতিদিন
2024-12-03 09:09:08

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়া  ইউএনও নাহিদ তামান্না কে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার পৃথকভাবে সংবর্ধনা প্রদান করেন স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক কে.এম রিদওয়ানুল বারী জিয়ন, গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয় ও গঙ্গাচড়া সাংবাদিক সমাজ।

এসময় আবেগঘন পরিবেশে বিদায়ী ইউএনও নাহিদ তামান্না সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তার বক্তব্যে বলেন, এ উপজেলার মানুষ অত্যন্ত সহজ-সরল ও বিনয়ী। আমাকে কাজের ক্ষেত্রে জনপ্রতিনিধি, সাংবাদিক ও সাধারন মানুষ

বিভিন্নভাবে সহযোগিতা করেছে। চাকরির ক্ষেত্রে আমি বাংলাদেশের যেকোনো জায়গায় যাই না কেন গঙ্গাচড়া বাসীর  কথা মনে থাকবে আজীবন। এ উপজেলায় কাজ করার সময় দায়িত্ববোধ ও নিজের এলাকা মনে করে সবসময় সাধারণ মানুষের জন্য কাজ করেছি।

সভায় বক্তারা ইউএনও'র সব কাজের প্রসংশা করেন। বিদায়ী ইউএনও প্রায় দুই বছর এ উপজেলায় দায়িত্ব পালন করে তাঁর কর্মদক্ষতা ও ব্যক্তিত্বের গুণে জনপ্রতিনিধি, রাজনীতিবিদ, বীর মুক্তিযোদ্ধা, ব্যবসায়ী, সাংবাদিক সহ সর্বস্তরের জনগোষ্ঠীর কাছে জনবান্ধব নির্বাহী কর্মকর্তা হিসেবে পরিচিতি অর্জন করতে সক্ষম হন। উল্লেখ্য, তিনি গঙ্গাচড়া থেকে বিদায় নিয়ে গাইবান্ধা জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে যোগদান করবেন। অনুষ্ঠানে বিদায়ী ইউএনওকে ফুলেল শুভেচ্ছা সহ সম্মাননা ক্রেষ্ট ও উপহার প্রদান করা হয়।

পৃথক সংবর্ধনায় গঙ্গাচড়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আখের মিঞাসহ শিক্ষকবৃন্দ, গঙ্গাচড়া সাংবাদিক সমাজ সভাপতি সাজু আহমেদ লাল, সাধারণ সম্পাদক আব্দুল আলীম প্রামাণিক, সদস্য মিজানুর রহমান লুলু, আব্দুল বারী স্বপন, নির্মল রায়, সুজন আহমেদ, মজমুল হক, ফটো সাংবাদিক সাদেকুল ইসলাম ও স্টেডফাস্ট কুরিয়ার লিমিটেড এর স্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।