কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামে দাতা সংস্থা সুইডিশ রেড ক্রস এর অর্থায়নে, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি আয়োজনে আজ মঙ্গলবার কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নের চর সিতাইঝাড় এলাকায় ১২ শত পরিবার, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও মসজিদ - মন্দিরে গাছের চারা বিতরণ করা হয়।
উক্ত গাছের চারা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন মোগলবাসা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি তৈয়ব আলী।এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্য লোকমান হোসেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম ইউনিট এর ইউনিট লেভেল অফিসার এ.বি.এম বায়েজীদ ও সহকারি প্রকল্প কর্মকর্তা শাহ আলম সরকার।
গাছের চারা বিতরণ অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কুড়িগ্রাম এর সহকারী প্রকল্প কর্মকর্তা শাহ আলম সরকার জানান রেড ক্রিসেন্ট বাস্তবায়িত "আত্মনির্ভরশীল জাতীয় সোসাইটি ও সহনশীল কমিউনিটিস প্রকল্পটি দুর্যোগ ব্যবস্থপনা ও ঝুঁকিহ্রাস, জলবায়ু পরিবর্তন, পানি ও পয়ঃনিস্কাশন, স্যানিটেশন, জীবন ও জীবিকার উন্নয়ন, পরিবেশ উন্নয়নের কার্যক্রম বাস্তবায়ন নিয়ে কাজ করে যাচ্ছে।