গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের গঙ্গাচড়া উপজেলা জাতীয় পার্টির পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষনা করেছে রংপুর জেলা জাতীয় পার্টি। গত মঙ্গলবার রাতে রংপুর জেলা জাতীয় পার্টির প্যাডে পার্টির যুগ্ম মহাসচিব ও জেলা সদস্য সচিব আব্দুর রাজ্জাক স্বাক্ষরিত এক সাংগঠনিক নির্দেশে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
সাংগঠনিক নির্দেশে উল্লেখ করা হয়- জাতীয় পার্টি, গঙ্গাচড়া উপজেলা শাখার কার্যক্রম গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে বর্তমান কমিটি বিলুপ্ত করে আবুল কালাম আজাদকে আহবায়ক ও গোলাম ফারুককে সদস্য সচিব করে ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হলো যা ইতোমধ্যেই কার্যকর করা হলো। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের নির্দেশে (৩) তিন মাসের মধ্যে সম্মেলন করার শর্তে কমিটি অনুমোদন করা হয়েছে।
উল্লেখ, পূর্বের কমিটি বিলুপ্ত করে গত বছরের ৬ ডিসেম্বর ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। ১১ মাস পর আবার সেই কমিটি বিলুপ্ত করে আবারো ১০১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।