গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী গোবিন্দগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহতদের মাঝে আজ (১৯ অক্টোবর) বিকেলে নগদ অর্থ ও চাল বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে এক আলোচনা সভা গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের ‘মহম্মদ আলী মিলনায়তনে’ এক আলোচনা সভা উপজেলা জামায়াতের আমীর আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা জাময়াতের সেক্রেটারী সহকারি অধ্যাপক আশরাফুল ইসলাম রাজুর সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাইবান্ধা জেলা জামায়াতের সাবেক আমীর রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য ডাঃ আব্দুর রহিম সরকার। বিেিশষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গোবিন্দগঞ্জ উপজেলা জামায়াতের প্রতিষ্ঠাতা আমীর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুননবী প্রধান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আবুল কালাম আজাদ, সাবেক উপজেলা আমীর মাস্টার আবুল হোসাইন, সহকারী সেক্রেটারী মশিউর রহমান, পৌর আমীর শহিদুল ইসলাম বিএসসি, সেক্রেটারী প্রভাষক হাসান সাঈদ তালুকদার, পলাশবাড়ী আদর্শ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মোস্তফা, গোবিন্দগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রবিউল কবির মনু প্রমুখ। আলোচনা সভা শেষে প্রধান অতিথি ডাঃ আব্দুর রহিম সরকার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গোবিন্দগঞ্জের আহত ১৩ জন শিক্ষার্থীর প্রত্যেককে নগদ ৫ হাজার টাকা ও ১ বস্তা করে চাল প্রদান করেন।