রংপুরে মিথ্যা অপপ্রচার রোধে সংবাদ সম্মেলন

আমাদের প্রতিদিন
2025-12-03 22:52:13

নিজস্ব প্রতিবেদকঃ

মিথ্যা অপপ্রচার করে সমাজে হেয় ভাবমূর্তি নষ্ট করার কারণে রংপুরে সংবাদ সম্মেলন করেছেন রংপুর মহানগরীর মাহিগঞ্জ এলাকার বিশিষ্ট শিল্পপতি, সমাজসেবক রাজনীতিবিদ মো: কাওছার জামান বাবলা। শনিবার (১৯ অক্টোবর) বেলা ১২ টায় রংপুর প্রেসক্লাব মিলনায়তনে উক্ত সংবাদ সম্মেলন করেন তিনি।

লিখিত সংবাদ সম্মেলনে কাওছার জামান বাবলা বলেন, আমার পরিবারের নামে ক্রয়কৃত জমি যাহার জমি দাতা শ্রী মহেন্দ্র নাথ অধিকারী, মৌজা- মাহিগঞ্জ, জেএল নং-১৩৯, হোল্ডিং নং-১৭৭১, সিএস খয়িান নং-৫৪৩, এসএ খতিয়ান নং- ৪২১, ডিপি খতিয়ান নং-৬২৮ কৃত বটে। আমি ১৮১৮০ দলিলমূলে ১৮ (আঠার) শতক জমি বর্তমান যাজার মূল্য অনুযায়ী উক্ত জমি রেজিষ্টারী করিয়া লই। পরবর্তীতে আমি উক্ত জমি নামজারী করিয়া খাজনা পরিশোধ করি যাহার খারিজ খতিয়ান নং-১০৭৭, হোল্ডিং নং-১০৩৭।

আমি আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে, ১৯৭৪ সালে উক্ত দাগে একসঙ্গে ৩৬ (ছত্রিশ) শতক জমি যাহা শ্রী মহেন্দ্রনাথ অধিকারী শ্রী মধুসুদন অধিকারী উভয়ের নামে ক্রয় করে। পরবর্তীতে দুই ভাইয়ের মধ্যে ১৮ (আঠার) শতক করে জমি ভাগ করে রেজিষ্টার দলিল মূলে ভাগ করে নেন। শুধু তাই নয় তারা দুই ভাই মিলে উক্ত জমি চৌহদ্দি উল্লেখ করে শ্রী মহেন্দ্রনাথ দক্ষিণ পার্শ্বে তার ছোট তাঁই শ্রী মধুসুদন অধিকারী উত্তর পার্শ্বে দিক নির্ণয় করে ভোগ দখল করে আসছেন। পরবর্তীতে শ্রী মধুসুদন অধিকারী তার অংশের ১৮ (আঠারা) শতক জমি ২০২১ সালে তার স্ত্রীর নামে নিঃস্বার্থভাবে তার স্ত্রী শশী অধিকারীর নামে দানপত্র করে নিঃশর্তবান হয়ে যান।

আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল একজন দেশের নাগরিক হিসাবে বিষয়টি মাননীয় নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতের শরণাপন্ন হই। বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর আদালত উক্ত জমিতে ১৪৪ ১৪৫ ধারা বলবৎ করেন। উক্ত আদালতের আদেশ অনুযায়ী থানা কর্তৃক নিয়োগকৃত অফিসার সরেজমিনে তদন্তপূর্বক শান্তি শৃংখলা রক্ষার নিমিত্বে নোটিশটি জারি করেন। উক্ত জমি দাতার ছোট ভাই শ্রী মধুসুধন অধিকারী, তার ছেলে শ্রী মানিক অধিকারী সে নিজেকে একজন আইনজীবী হিসাবে দাবী করেন। তিনি বিভিন্ন কূট কৌশল অবলম্বন করিয়া সাম্প্রদায়িক বিভেদ সৃষ্টির লক্ষ্যে ওই জমিতে হিন্দু সম্প্রদায়কে সাম্প্রদায়িক উস্কানিকে পুঁজি করে সাম্প্রদায়িক এর মাঝে মিথ্যা তথ্য পরিবেশন করছে।

শ্রী মানিক অধিকারী আমার বিরুদ্ধে বিভিন্ন ধরণের উস্কানিমূলক বিভ্রান্তি ছড়িয়ে এলাকায় আমার নামে মিথ্যা অপপ্রচার করে আমাকে সমাজে হেয় ভাবমূর্তি নষ্ট করার জন্য উঠে পড়ে লেগেছে। আমি আপনাদের মাধ্যমে প্রশাসন আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ সহায়তা কামনা করছি।

সংবাদ সম্মেলনে কাওছার জামান বাবলা শুভাকাঙ্খি সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।