রংপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আমাদের প্রতিদিন
2025-12-07 09:04:30

নিজস্ব প্রতিবেদকঃ

রংপুরে সোমবার (২১ অক্টোবর) বিকেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিপ্তরের অভিযান পরিচালিত হয়েছে। রংপুর মহানগরীর আলম নগর এলাকায় দুইটি মুরগির পাইকারি আরতে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ভাই ভাই মুরগির আরতকে ৭ হাজার টাকা ও মা বাবার দোয়া মুরগির আরত কে ১০ হাজার টাকাসহ দুটি প্রতিষ্ঠানকে মোট ১৭ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।

উক্ত অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর রংপুরের সহকারি পরিচালক আফসানা পারভীন ও মোস্তাফিজুর রহমান।