নিজস্ব প্রতিবেদকঃ
‘ছাত্র জনতার অঙ্গিকার নিরাপদ সড়ক হোক সবার’ শ্লোগানকে সামনে রেখে রংপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবসে পেশাজীবী গাড়ি চালকদের পেশাগত দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক রিফ্রেসার প্রশিক্ষণ ২০২৪-২৫ ও রংপুর জেলায় সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তার চেক প্রদান করা হয়েছে ।
আজ মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রংপুর সার্কেলের আয়োজনে ও জেলা প্রশাসনের সার্বিক সহযোগিতায় মডেল মসজিদ সংলগ্ন সম্মেলন কক্ষে উক্ত কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মোছাঃ শাহানাজ বেগম । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ সাজেদুর রহমান, বিআরটিএ রংপুর বিভাগের উপ পরিচালক (ইঞ্জি:) আব্দুল কুদ্দুস , বিআরটিএ রংপুর সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জি:) শফিকুল আলম সরকার, মোটরযান পরিদর্শক নজরুল ইসলাম, মাহবুব ইসলাম, বিআরটিসির রংপুর ডিপো ম্যানেজার জুলফিকার আলী, নিরাপদ সড়ক চাই’র রংপুর মহানগর শাখার আহ্বায়ক গোলাম সাজ্জাদ হায়দার স্বাধীন, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবু, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি আশরাফ আলী প্রমূখ। এ সময় বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তারাসহ বিআটিএ’র উপকারভূগিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা আইন মেনে সড়কে গাড়ি চালানোর পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে চালকদের সচেতন ও ট্রাফিক আইন মেনে গাড়ি চালানোর আহবান জানান।