তারাগঞ্জ হাইওয়ে থানায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন

আমাদের প্রতিদিন
2024-12-03 12:30:12

আঃ রহিম, পাগলাপীর রংপুর:  

ছাত্র জনতার অঙ্গীকার,নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে তারাগঞ্জ হাইওয়ে থানায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালন। গতকাল ২২ অক্টোবর ২০২৪ সকাল ১০ টায় থানা মোর থেকে মহাসড়কে জনসচেতন মূলক প্রচার প্রচারণা ও বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান। এ সময় আরো উপস্থিত ছিলেন আলহাজ্ব মোস্তফিজার রহমান ( মোস্তাফা), তারাগঞ্জ শাখার কমিউনিটি পুলিশের সদস্য ও ইকরচালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য পদপ্রার্থী মোঃ সাইদুল ইসলাম, তারাগঞ্জ কমিউনিটি পুলিশের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম, সহ সভাপতি প্রভাত রায়, গাড়ি চালক, শ্রমিক সহ উক্ত থানার সার্জেন্ট, এস আই,এ এস আই ও গণমাধ্যমকমীর্ সহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।এ সময় প্রধান অতিথি তারাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান বলেন একটি দূর্ঘটনা সারাজীবনের কান্না,গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলা যাবেনা, হেলমেট বিহিন মোটরসাইকেল চালানো যাবেনা, গাড়িতে অতিরিক্ত লোড নিবেন না , মহাসড়কে গাড়ির গতি বাড়ানো যাবে না।