পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগাছায় বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি (বাকশিস) ঐক্যজোট ভুক্ত শিক্ষক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে স্থানীয় রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজ হলরুমে শিক্ষক সম্মেলনে সভাপতিত্ব করেন রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রফিকুল ইসলাম।
কলেজের প্রভাষক আহম্মদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের রংপুর বিভাগীয় কমিটি সদস্য সচিব মাওলানা মোহাম্মদ ইনামূল হক মাজেদী। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি রংপুর জেলা শাখার আহবায়ক আব্দুর রাকিব প্রামানিক, যুগ্ম আহবায়ক মো: জাকারিয়া, রংপুর মহানগর মাধ্যমিক শিক্ষক সমিতির আহবায়ক ইকবাল হোসেন, সদস্য সচিব মাহবুবার রহমান, দেউতি কলেজের সহকারি অধ্যাপক শহিদুল ইসলাম, পীরগাছা মহিলা কলেজের প্রভাষক শেখ ফরিদ, রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের প্রভাষক জাহিদুল ইসলাম, তাজুল ইসলাম, পীরগাছা বহুভাষী সাটলিপি কলেজের প্রভাষক আনিছুর রহমান বাবু, ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজের দেলোয়ার হোসেন, মকবুল হোসেন, ইনামুল হক, রমজান আলী মুন্সি কলেজের প্রভাষক সাইদুর রহমান প্রমুখ।
সম্মেলন শেষে রহিম উদ্দিন ভরসা মহিলা কলেজের প্রভাষক আহম্মদ হোসেনকে সভাপতি, ইটাকুমারী শিবচন্দ্র রায় কলেজের প্রভাষক দেলোয়ার হোসেনকে সাধারন সম্পাদক এবং পীরগাছা বহুভাষী সাটলিপি কলেজের প্রভাষক আনিছুর রহমান বাবুকে সাংগঠনিক সম্পাদক করে আংশিক উপজেলা কমিটি গঠন করা হয়।