এবারের জন্মদিনে দেখা গেল না আধিক্য পরী মনির

আমাদের প্রতিদিন
2024-12-01 17:32:55

ফাইল ফটো

আমাদের ডেস্কঃ

২৪ অক্টোবর জীবনের ৩২টি বসন্ত পার করে ৩৩ বছরে পা রাখলেন পরী মনি। দিনের প্রথম প্রহরে কাছের মানুষ ও দুই সন্তানকে নিয়ে জন্মদিনের উদযাপন শুরু করেন পরী। তার ভক্তদেরকে নিজের জন্মদিনের কেক কাটার মুহূর্তের সাক্ষী করতে ফেসবুক লাইভে এসে পরী বলেন, ‘আসলে আমি শারীরিকভাবে একটু অসুস্থ। আমার জন্মদিন পালন করার কোনো পরিকল্পনাই ছিল না। কারণ আমার নানাভাই ছাড়া আমি বড্ড একা। প্রতিবছর নানু ভাইয়ের হাত ধরেই কেক কাটতাম। কিন্তু নানু ভাই তো এখন আর নেই। ভেবেছিলাম, জন্মদিনে যান্ত্রিক এই শহর থেকে দূরে কোথাও গিয়ে নিজের মতো সময় কাটাব।’

আরও যোগ করে তিনি বলেন, ‘কিন্তু আমার কাছের প্রিয় কিছু মানুষ আমাকে সারপ্রাইজ দিয়েছে। আর তাই আমিও চাই এই বিশেষ মুহূর্তে আমার দুই সন্তান ও ১ কোটি ৬০ লাখ ভক্তকে নিয়েই কেক কাটতে।’ পরীর জন্মদিনটা সাধারণত পাঁচ তারকা হোটেলেই হয়। নানা সাড়ম্বরে পালিত হয় সেটা। গত বছর নানার মৃত্যুর পর পরীর এবারের জন্মদিনে দেখা গেল না তেমন কোনো আধিক্য।

এদিকে, প্রথমবারের মতো ওয়েব সিরিজে অভিনয় করেছেন পরী মনি। অনম বিশ্বাস পরিচালিত ‘রঙিলা কিতাব’ নামের সিরিজটি আগামী ৮ নভেম্বর উন্মুক্ত হতে যাচ্ছে। সিরিজে মূল ভূমিকায় অভিনয় করেছেন পরী মনি ও মোস্তাফিজুর নুর ইমরান। এ ছাড়া শিগগিরই ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে টলিউডে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর।