কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কিশোরগঞ্জ উপজেলা যুবদল ভিন্নমাত্রার কর্মসূচি গ্রহণ করে। তারা রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন।
আজ সোমবার (২৮ অক্টোবর) স্থানীয় স্টেডিয়াম মাঠে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ জনগণের স্বাস্থ্য সেবা প্রদান ও রক্তদান কর্মসূচি করেন উপজেলা যুবদল।
দুপুরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্পে সংক্ষিপ্ত আলোচনা সভা হয়। এতে সভাপতিত্ব করেন কিশোরগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহমুদুল হক টিপু। বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সৈয়দপুর রাজনৈতিক জেলা শাখার আহ্বায়ক তারিক আজিজ, সদস্য সচিব পারভেজ আলম গুড্ডু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রেদওয়ান আকতার পাপ্পু, যুগ্ম আহ্বায়ক আব্দুস সাত্তার বকুল, যুগ্ম আহ্বায়ক খালেদ হাবিব, যুগ্ম আহ্বায়ক তানভির আনিছ, কিশোরগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এ কে এম তাজুল ইসলাম ডালিম, সাংগঠনিক সম্পাদক ইবনে সাঈদ সুজন প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুস সালাম।