নিরাপদ ক্যাম্পাস ও সুশিক্ষার গাইবান্ধায় বিভিন্ন কলেজে লিফলেট ও মত বিনিময় সভা

আমাদের প্রতিদিন
2025-01-22 07:46:54

বায়েজীদ, পলাশবাড়ী (গাইবান্ধা):

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট শাসনব্যবস্থা পতনের পর আগামীদিনে গণতন্ত্র,  সাম্য,  মানবিক মর্যাদা,  সামাজিক সু-বিচার ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা-ই গণ মানুষের প্রত্যাশা। সেই নতুন দিনের বাংলাদেশে শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, শিক্ষাঙ্গনে কেমন ছাত্ররাজনীতি তারা প্রত্যাশা করে, শিক্ষার পরিবেশ ও দেশের শিক্ষাব্যবস্থা সম্পর্কে তাদের মূল্যায়ন ও প্রস্তাবনা, নারী শিক্ষার্থীদের শিক্ষার প্রতিবন্ধকতাসহ সামগ্রিক বিষয়ে জানার জন্য  গাইবান্ধা জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া।

আবু আফসান মোহাম্মদ ইয়াহিয়া প্রথমে গাইবান্ধা সরকারি কলেজ মাঠে নিরাপদ ক্যাম্পাস ও শিক্ষার্থীদের জন্য সুশিক্ষা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন ধারার ছাত্র রাজনীতি কেমন হবে এই নিয়ে কথা বলেন  এবং ক্যাম্পাসে কোন ধরনের বিশৃঙ্খলতা বরদাস করবে না বলে তিনি সাধারণ শিক্ষার্থীদের পাশে থাকার জন্য ছাত্রদল নেতা কর্মীদেরকে আহবান জানান। এর পর জেলার  নলডাঙ্গা ডিগ্রী কলেজ ও বামনডাঙ্গা ডিগ্রী কলেজে ছাত্রদল ও সাধারণ শিক্ষার্থীদের সাথে পাঠচক্রের ন্যায় প্রাণবন্ত আড্ডা মত বিনিময় শেষে লিফলেট বিতরণ করে ঔষধি ও ফলতি গাছের চারা রোপন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, গাইবান্ধা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তারেকুজ্জামান তারেক, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন সহ-সভাপতি ইমাম হাসান দুলাল, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়ালিদ  শাকিল, দপ্তর সম্পাদক খন্দকার রফিকুল ইসলাম রাকিবসহ, সুন্দরগঞ্জ থানা ছাত্রদল, পৌর ছাত্রদলের নেতৃবৃন্দ।