রৌমারীতে প্রতিপক্ষের গাছ কর্তনের অভিযোগ

আমাদের প্রতিদিন
2024-12-26 18:34:42

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে প্রতিপক্ষের গাছ কর্তনের অভিযোগ উঠেছে জিয়াউর রহমান ও তাঁর স্বজনদের বিরুদ্ধে। এ ঘটনায় ১০জনকে আসামীকে করে মতিয়ার রহমান নামের একজন বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানাগেছে, মতিয়ার রহমানের নিজ জমিতে ২০০৫ সালে বিভিন্ন প্রজাতির গাছ রোপন করেন। ঘটনার দিন ৪ নভেম্বর সকালে ওই জমি থেকে ১৮টি ইউক্যালিপটাস গাছগুলো কর্তন করেন প্রতিপক্ষের স্বজনরা। এ নিয়ে কথাকাটাটির ও বাগবিতন্ডার এক পর্যায়ের মতিয়ার রহমানের ছেলে আশিকুজ্জামানকে ভয়ভীতিসহ হুমকি দেন তাঁর স্বজনরা। নিরুপায় হয়ে রৌমারী থানায় তিনি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ প্রসঙ্গে জানতে চাইলে জিয়াউর রহমান বলেন, গাছগুলো আমাদের তাই কর্তন করেছি। এতে কারও কোন সমস্যা হওয়ার কথা না।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুনুর রশীদ জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ দিয়েছেন। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।