২৭ নভেম্বর মধ্যে বর্ডার হাট না খুললে ডিসি অফিস ঘেরাও

আমাদের প্রতিদিন
2025-01-15 06:42:21

সাখাওয়াত হোসেন, রৌমারী (কুড়িগ্রাম): 

কুড়িগ্রামের বালিয়ামারী-কালাইরচর বর্ডার হাট ২৭ নভেম্বরের মধ্যে না খুললে ইউএনও এবং ডিসি অফিস ঘেরাও কর্মসূচীর হুশিয়ারী দেয়া হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে এগারোটার দিকে রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি রাজিবপুর শাখার ব্যানারে উপজেলা চত্ত¡রের সামনে ঘন্টাব্যাপি মানবন্ধনে এ হুশিয়ারী দেন। এতে বর্ডার হাটের ক্রেতা-বিক্রেতা, শ্রমিক, ড্রাইভার, নৌকা চালক ও এলাকাবাসী মানবন্ধনে অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন, রেল-নৌ যোগাযোগ ও পরিবেশ উন্নয়ন গণকমিটি রাজিবপুর উপজেলা শাখার সদস্য সচিব শিপন মাহমুদ, উপজেলা রাষ্ট্র সংস্কার আন্দোলনের আহবায়ক আবু সাঈদ, সদস্য সচিব সমুন মাহমুদ, ভূমিহীন সমিতির সভাপতি আব্দুর রশিদ প্রমুখ।

মানববন্ধনকারীরা জানান, আগামী ২০ কর্মদিবসের মধ্যে হাট না খুললে রাজিবপুর ইউএনও অফিস এবং কুড়িগ্রাম ডিসি অফিস ঘেরাও কর্মসূচি পালনের হুশিয়ারী দেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ এর নিকট স্মারকলিপি প্রদান করেন তারা।

প্রসঙ্গত, রাজিবপুর উপজেলাধীন বালিয়ামারী ব্যাপারী পাড়া এবং ভারতের তুরা জেলার আমপাতি মহুকুমার কালাইরচর চরের মধ্যবর্তী স্থানে ২০১১ সালের ২৩ জুলাই স্থাপন করা হয় ভারত-বাংলা যৌথ বাজার। বর্ডার হাট তিন মাস যাবৎ বন্ধ থাকায় কর্মহীন বেকার হয়ে দুর্বিসহ দিন কাটাচ্ছে হাট সংশ্লিষ্ট ক্রেতা-বিক্রেতাসহ স্থানীয় অন্তত ১০ হাজার মানুষ।