রংপুরে হত্যা মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

আমাদের প্রতিদিন
2025-01-25 00:43:59

নিজস্ব প্রতিবেদক:

রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে কোতোয়ালি থানায় দায়ের করা হত্যা মামলায় কাউনিয়া উপজেলার সারাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফুল ইসলামের ছোট ভাই যুবলীগ নেতা এরশাদুল আলম (৩৮) কে পুলিশ গ্রেফতার করেছে। আজ শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (ওসি) মমিনুল ইসলাম সোহেল।

রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার পরিদর্শক (ওসি) জানান, বৃহস্পতিবার রাতে উপজেলার হারাগাছ পৌর এলাকার হক বাজারে হারাগাছ উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনের মামলায় তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে।গ্রেফতারকৃত যুবলীগ নেতা এরশাদ আলম সারাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আশরাফুল ইসলামের ছোট ভাই ও উদয়নারায়ন মাছহাড়ী গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে। জুলাই-আগস্টে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হত্যা ও হামলার ঘটনায় সদর থানায় একাধিক মামলা হয়েছে।