পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি:
রংপুরের পীরগঞ্জে বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি(সিপিবি)’র গণঅভ‚ত্থানের আকাঙ্খা বাস্তবায়নে শোষণ-বৈষম্যবিরোধী গণতন্ত্র জাগরন যাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১৪ নভেম্বর) বৃহস্পতিবার সন্ধ্যায় পীরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এই জাগরণ যাত্রা শুরু হয়ে পীরগঞ্জ বাসস্ট্যান্ডে গিয়ে পথসভা অনুষ্ঠিত হয়। উপজেলা সিপিবি’র সভাপতি অধ্যাপক কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এ্যাড. আবু সুফিয়ান হিরুর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির পীরগঞ্জ উপজেলা শাখার সম্পাদক মন্ডলীর সদস্য এ্যাড. কাজী লুমুম্বা লুমু, কেন্দ্রীয় কমিটির সভাপতি মন্ডলীর সদস্য কাজী সাজ্জাদ জহির চন্দন প্রমূখ। বক্তরা জুলাই-আগষ্ট গণঅভ‚ত্থানের আকাঙ্খা বাস্তবায়ন, এ সময় ব্যাংক ঋণ খেলাপীদের বিচারের আওতায় আনার দাবি করেন। এছাড়া সিন্ডিকেট ভেঙ্গে দিয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যে নিয়ন্ত্রনসহ রেশনিং ব্যবস্থা চালুরও দাবি জানানো হয়।