কাউনিয়ায় অজ্ঞাত যুবকের ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
2025-01-15 04:36:35

কাউনিয়া রংপুর প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় অজ্ঞাত এক যুবকের (৪০) ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৬ নভেম্বর শনিবার উপজেলার কুর্শা ইউনিয়নের মীরবাগ বিজলের ঘুন্টি এলাকায় রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়কের উপর থেকে ওই অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় পাওয়া যায়নি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ জানান, শনিবার সকালের দিকে রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়কের উপর অজ্ঞাত এক যুবকের লাশ পরে থাকতে দেখতে পায় স্থানীয় লোকজন। খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশ পৌঁছে মরদেহ উদ্ধার করে। নিহত যুবকের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হওয়ায় এবং ফিঙ্গার ছাপ অস্পষ্ট হওয়ায় পরিচয় সনাক্ত করা সম্ভব হয়নি। সিআইডির ক্রাইম সিন আলামত সংগ্রহ করেছে।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শরিফ বলেন, তিনি নিজেই ঘটনাস্থলে গিয়েছিলেন। স্থানীয় লোকজনের ভাষ্যমতে ধারণা করা হচ্ছে নিহত অজ্ঞাত যুবক পাগল হতে পারে। ভোরের দিকে রংপুর-কুড়িগ্ৰাম মহাসড়ক পারাপার হওয়ার সময় অজ্ঞাত গাড়ির চাপায় ঘটনাস্থলে সে মারা গেছে। ঘন কুয়াশায় কারণে মহাসড়কে পরে থাকা মরদেহের ওপর দিয়ে বেশকয়েকটি লোড গাড়ি চাপা দিয়ে চলে যাওয়ায় নিহত যুবকের শরীর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।