রৌমারীতে গভীর রাতে ৮ জুয়াড়ি আটক

আমাদের প্রতিদিন
2025-01-12 20:57:51

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের রৌমারীতে অভিযান চালিয়ে গভীর রাতে ৮ জুয়াড়িকে আটকের পর আদালতে পাঠিয়েছে পুলিশ।

আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) তাদের কুড়িগ্রাম আদালতে পাঠানো হয়।

এর আগে সোমবার দিনগত রাত দেড়টার দিকে উপজেলার কর্তিমারী বাজার এলাকার জাবেদ আলীর বসতবাড়ী থেকে তাদের আটক করা হয়। এসময় জুয়া খেলার সরঞ্জাম জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কর্তিমারী বাজার এলাকার জাবেদ আলী (৩২), শ্রীফগাতি গ্রামে সাদ্দাম হোসেন (৩৫), কর্তিমারী বাজার পাড়া এলাকার সুখবাদশা (৩২), একই গ্রামের নজরুল ইসলাম (৪৮), নতুন যাদুরচর চাক্তাবাড়ি গ্রামের ছপিয়াল হক (৩২), পুরাতন যাদুরচর গ্রামের সাজু মিয়া (৩০), ধনারচর নতুন গ্রামের শহিদুল ইসলাম (৩৫), জামালপুর জেলার ইসলামপুর উপজেলার ব্যাপারি পাড়া গ্রামের সোহেল ব্যাপারি (৩৫)।

রৌমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আল হেলাল মাহমুদ জানান, আটককৃতদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের কোর্টে পাঠানো হয়েছে।