নাগেশ্বরীতে স্টেক হোল্ডারদের সাথে শিখন বিনিময় কর্মশালা

আমাদের প্রতিদিন
2025-01-14 00:16:17

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি:

কুড়িগ্রামের নাগেশ্বরীতে স্থানীয় পর্যায়ের প্রকল্প সংশ্লিষ্ট প্রাইমারি ও সেকেন্ডারি স্টেক হোল্ডারদের সাথে শিখন বিনিময় কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সহনশীল জীবিকায়নের মাধ্যমে নারীদের নেতৃত্বে সর্বব্যাপী দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু পরিবর্তনে অভিযোজন প্রকল্প, ওয়ার্ল্ড মিশন প্রেয়ার লিগ-ল্যাম্ব এর বাস্তবায়নে এবং টিয়ার ফান্ড ইউকের সহযোগিতায় বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সংশ্লিষ্ট সরকারি দপ্তর, প্রকল্প উপকারভোগী ও কমিউনিটির বিভিন্ন শ্রেণির স্থানীয় জনগণ অংশগ্রহণ করেন। ল্যাম্বের টেকনিক্যাল কো-অর্ডিনেটর মনিকৃষ্ণ রায়ের সঞ্চালনায় প্রধান এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ, বিশেষ অতিথি উপজেলা বিআরডিবি কর্মকর্তা গোলাম মোস্তফা, উপ সহকারী কৃষি কর্মকর্তা হাদিউল ইসলাম ডলার, বিআরডিবি কার্যালয়ের ফিল্ড অফিসার শেফালি রানী প্রমুখ।