ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের ঘোড়াঘাট পৌর এলাকায় যৌথ বাহিনীর অভিযান চালিয়ে অস্ত্র সহ ১ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।
আজ বরিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত ১ টার দিকে পৌরসভার ৪ নং ওয়ার্ড পূর্বপাড়া এলাকায় জুয়েল রানার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে যৌথ বাহিনী। পরে তার দেওয়া তথ্য মতে উদ্ধার করা হয়েছে ৭.৬২ মিমি পিস্তল, ৮ রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিন, চাইনিজ কুড়াল একটি মদের বোতল।
গ্রেফতারকৃতরা হলেন, ঘোড়াঘাট পৌরসভার ৪নং ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার পান্না মিয়ার ছেলে জুয়েল রানা । সে পেশায় একজন মাছ ব্যবসায়ী এবং ফুটবল খেলোয়ার।
পুলিশ ও সেনাবাহিনীর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে রবিবার রাত ১ টার দিকে বাংলাদেশ সেনাবাহিনী রংপুর অঞ্চলের খোলাহাটি ক্যান্টনমেন্টের মেজর এসএম আশিকুজ্জামান আশিক এর নেতৃত্বে ঘোড়াঘাট পৌরসভা এলাকার ৪ নং ওয়ার্ডের পূর্ব পাড়া এলাকার জুয়েল রানার বাড়িতে অভিযান পরিচালনা করে তাকে আটক করে। পরে জিজ্ঞাসাবাদ করলে সে তার কাছে পিস্তল ও গুলি থাকার কথা স্বীকার করে। পরে আটককৃত জুয়েলের দেওয়া তথ্য পাশ্ববর্তী গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার উইতসাগর গ্রামে তার ভগ্নিপতির বাড়ি থেকে পিস্তল, ম্যাগাজিন, চাইনিজ কুড়াল উদ্ধার করে যৌথবাহিনী। আটককৃত জুয়েল রানা কে পলাশবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে সেনা সদস্যরা।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী ভুট্টু বলেন, পুলিশ বাদী হয়ে অস্ত্র আইনে মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। আটক যুবককের কাছে থেকে আমরা গুরুত্বপূর্ণ তথ্য পেয়েছি। অস্ত্রটি সে গত ৫ আগষ্টের পরে কোন এক সময় কিনেছে। সে যার কাছে থেকে কিনেছে এবং অস্ত্র কেনার টাকা সে কার কাছে থেকে পেয়েছে, সে তথ্য আমরা পেয়েছি। এ ঘটনার সাথে জড়িত সকলকেই আইনের আওতায় নিয়ে আসা হবে।