রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দেওয়ায় কুড়িগ্রামের রৌমারী উপজেলার মহিলা ডিগ্রি কলেজপাড়া এলাকার অর্ধশতাধিক পরিবার চরম দুর্ভোগে পোহাচ্ছে। কলেজ কর্তৃপক্ষ রাস্তাটি বন্ধ করে দিয়েছে বলে অভিযোগ উঠে। এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী অফিসারকে মাধ্যম করে কুড়িগ্রাম জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি দেন ভুক্তভোগী পরিবার।
এ রাস্তাটি বন্ধের প্রতিবাদে আজ রোববার (২৪ নভেম্বর) ১২ টার দিকে মানববন্ধন করেন অবরুদ্ধ পরিবার। উপজেলা পরিষদের মুলফটকের রৌমারী-ঢাকা মহাসড়কে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত। এসময় এলাকার লোকজন তাদের দুর্ভোগের বর্ণনা দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন, হাবিবুল হাসান, আনোয়ার হোসেন, মিজানুর রহমান, হুমায়ুন কবির, আফরুজা বেগম প্রমূখ।
বক্তারা বলেন, রৌমারী মহিলা ডিগ্রি কলেজপাড়া গ্রামের অর্ধশতাধিক পরিবার দীর্ঘ ৩০ বছর ধরে যে রাস্তা দিয়ে যাতায়াত করতেন কিন্তু কলেজের বাউন্ডারী ওয়াল নির্মাণ করায় বিপত্তির সৃষ্টি হয়।
তারা আরো জানান, রাস্তা বন্ধ থাকায় শিক্ষক, শিক্ষার্থী, হাটুরে, প্রতিবন্ধি ও অসুস্থ মানুষের চিকিৎসা ব্যহত হচ্ছে। রাস্তার অভাবে কৃষকের উৎপাদিত ফসল বাজারে নেয়া যাচ্ছে না। এতে ভুক্তভোগী পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছে।
এ বিষয়ে রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী আনিসুল ইসলাম বলেন, কলেজ কর্তৃপক্ষ ও ভুক্তভোগী পরিবারের লিখিত আবেদন পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।