রংপুর আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2025-01-14 19:23:12

নিজস্ব প্রতিবেদক:

রংপুর আইনজীবী সমিতির  কার্যকরি পরিষদের (২০২৪- ২০২৬) দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ রবিবার (২৪ নভেম্বর) রংপুর আদালতে আইনজীবী সমিতির হলরুমে সকাল ৯টা থেকে ৪টা পর্যন্ত শান্তিপুর্নভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ১২টি পদে নির্বাচন হয়। নির্বাচন পরিচালনা করেন রিটার্নিং অফিসার এ্যাড. মোঃ আব্দুর রউফ,  সহকারি রিটার্নিং অফিসার  এ্যাড. মোঃ আবু বক্কর সিদ্দিক,  এ্যাড. মিসেস মনোয়ারা খাঁন,  এ্যাড. মোঃ আজিজুল ইসলাম,  এ্যাড. মোঃ আব্দুল বাতেন মিয়া,  এ্যাড. মোঃ সামসুল আলম,  এ্যাড. সামসিয়া বেগম,  এ্যাড. আতিকুর রহমান আরিফ,  এ্যাড. মোঃ  সাদেকুল আলম শামীম,  এ্যাড. সুলতান আহমেদ শাহীন,  এ্যাড. সোলায়মার আহমেদ সিদ্দিকী বাবু,  এ্যাড. মিসেস মোছাঃ  সালেহা পারভীন  শম্পা।