পীরগাছায় পোড়াজনিত প্রতিবন্ধী নারীদের দুই দিন ব্যাপী প্রশিক্ষণ ও গাছের চারা বিতরণ

আমাদের প্রতিদিন
2025-01-22 13:20:00

পীরগাছা (রংপুর) প্রতিনিধি:

রংপুরের পীরগাছায় পোড়াজনিত প্রতিবন্ধী নারীদের জেন্ডার সচেতনতা, ওয়াস এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে উত্তরণের উপায় হিসেবে বৃক্ষ রোপনের উপকারিতা সম্পর্কে দুই দিন ব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় দেউতি জাগরণ অফিসে প্রশিক্ষণ শেষে গাছের চারা বিতরণ করা হয়। ভয়েস এন্ড ভিউজ এর আয়োজনে এবং জাগরণ প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থার সহযোগিতায় সোমবার ও গতকাল আজ মঙ্গলবার দুইদিন ব্যাপী প্রশিক্ষণে ৫০ জন নারী অংশ গ্রহন করেন। এতে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন জাগরণ প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি খাদিজা পারভীন। প্রশিক্ষণ শেষে গতকাল মঙ্গলবার বিকেলে সংস্থার কার্যালয়ে ফলন, বনজ ও ঔষধী গাছের চারা বিতরণ করেন রংধনু জেলা প্রতিবন্ধী অধিকার সংস্থার সভাপতি নুর আলম, জাগরণ প্রতিবন্ধী নারী ও শিশু উন্নয়ন সংস্থার সভাপতি খাদিজা পারভীন, ভয়েস এন্ড ভিউজ এর আইটি কলসাটেশন কর্মকর্তা খায়রুল আল মামুন প্রমুখ।