তারাগঞ্জে ইঁদুরের ধান সংগ্রহে ব্যস্ত শিশু কিশোরেরা

আমাদের প্রতিদিন
2025-01-25 07:13:56

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:

রংপুরের তারাগঞ্জ উপজেলায় চলতি আমন মৌসুমে আমন ধান কাটার পর ধানক্ষেত গুলোতে ইঁদুরের গর্ত খুঁড়ে ধানের শিষ সংগ্রহ করতে ভির করছে শিশু-কিশোরের দল। এসব শিশুরা প্রতিদিন সকালে অথবা স্কুল ছুটির পর বিকালে দল বেবেঁধে ছুটে যাচ্ছেন ফসলের মাঠে। গতকাল বুধবার উপজেলার সয়ার ও হাড়িয়ারকুঠি ইউনিয়নে ঘুরে দেখা যায়, কৃষকেরা আমন ধান কেটে নেয়ার পর ক্ষেতে অবশিষ্ট পড়ে থাকা ধানের র্শীষ কুড়িয়ে নিচ্ছে শিশুরা। সকাল থেকে বিকেল পর্যন্ত জমিতে পড়ে থাকা এসব অবশিষ্ট ধান তারা কুঁড়ে এবং ইঁদুরের গর্ত খুঁজে পেলে গর্ত গুলো খুঁড়ে ধান বের করেন তারা। ইঁদুরের গর্ত থেকে ধান বের করা ঝুঁকি থাকা সত্তে¡ও শিশু কিশোরেরা গর্তের চারপাশ খুঁড়ে এসব ধান সংগ্রহ করেন। ধান কুঁড়াতে আসা শিশুদের সঙ্গে কথা বললে তারা জানায়, প্রতিদিন ৮ থেকে ১০ কেজির মতো ধান পায় সংগ্রহ করার পর এলাকার হাট বাজারে বিক্রি করে সেই টাকা অনেকেই তাদের পরিবারকে দেন আবার কেউ নিজের পছন্দমত পোশাক কেনাকাটা করেন। হাড়িয়ারকুঠি খারুভাজ গ্রামের কৃষক আব্দুর রাজ্জাক বলেন, আগেশার সময়ে মাঠ ভরে যেত ধান কুড়ানি শিশুদের আনাগোনায়। তষনকার সময়ে ধান কাটার একটা উৎসবমুখুর পরিবেশ ছিলো। এষনকার সময়ে তেমন একটা ধান কুড়ানি শিশু চোখে পড়ে না।