হিলিতে ফায়ার সার্ভিসের অগ্নিনির্বাপক মহড়া

আমাদের প্রতিদিন
2025-01-15 00:57:07

হিলি প্রতিনিধি:

দিনাজপুরের হিলিতে রেলওয়ে পুলিশ ও এলাকাবাসীকে গ্যাস সিলিন্ডারসহ যেকোনো ছোট ঘটনায় আগুন নিয়ন্ত্রনের জন্য অগ্নিনির্বাপক মহড়া করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা।আজ (২৮ নভেম্বর)  বৃহস্পতিবার বেলা ১১ টায় হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এই মহড়া করা হয়। এ সময় হিলি রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শাহাজাহান মিয়া, হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ মিজানুর রহমান বলেন, এটি আমাদের রুটিন ওয়ার্ক। গ্যাস সিলিন্ডারসহ যেকোনো ছটো খাটো আগুন নিয়ন্ত্রনের আনার জন্য আজ রেলওয়ে পুলিশসহ এলাকাবাসীকে সচেতন করার জন্য মহড়া করেছি।