বিরলে জামায়াতের সুধী সমাবেশ অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2025-12-06 20:50:14

আতিউর রহমান, বিরল (দিনাজপুর):

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখার আয়োজনে বিরলে সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (৩০ নভেম্বর) শনিবার সকালে বিরল পৌর-শহরের শংকরপুর জামে মসজিদ সংলগ্ন এলাকায় উপজেলা জামায়াতের আমির মাওলানা আব্দুর রশিদ এর সভাপতিত্বে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার আমির অধ্যক্ষ আনিসুর রহমান।

প্রধান আলোচক হিসেবে ববক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুর জেলা শাখার ওলামা ও তালিমুল কোরআন বিভাগীয় সেক্রেটারি অধ্যক্ষ এ কে এম আফজালুল আনাম, উপজেলা জামায়াতের সেক্রেটারী মোঃ আজমীর হোসাইন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দিনাজপুর জেলা শাখার ট্রেড বিষয়ক সম্পাদক ও উপজেলা শ্রমিক কল্যাণের সভাপতি মোঃ নাজমুল ইসলাম, বিরল উপজেলা জামায়াতের সাংগঠনিক সেক্রেটারি নুর মোহাম্মদ, জেলা ইউনিটের সদস্য মাওলানা মতিউর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সুধী সমাবেশে বক্তারা বলেন সুধীজনেরাই দুর্দিনে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পাশে ছিলেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছিলেন বলেই জামায়াতে ইসলামীর তরুণ নেতৃবৃন্দ কাজ করতে পেরেছিলেন। তাই তিনি সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দোয়া কামনা করেন।