গোবিন্দগঞ্জে  পুকুর থেকে অন্ধ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
2025-02-15 15:06:26

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা)প্রতিনিধি:

গাইবান্ধার গোবিন্দগঞ্জে  পুকুর থেকে  ধলু শেখ (৭০) নামের এক অন্ধ ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ  (৩০ ডিসেম্বর) সোমবার বেলা ২টায়  উপজেলার শিবপুর ইউনিয়নের উত্তর শোলাগাড়ী গ্রামের আব্দুল মজিদের পুকুর থেকে  পুলিশ লাশ টি উদ্ধার করে। ধলু শেখ একই উপজেলার কোচাশহর ইউনয়নের ছয়ঘড়িয়া গ্রামের ময়নুদ্দীন শেখের পুত্র। 

স্থানীয়  ও পরিবারের লোকজন জানান ধলু শেখ পেশায় একজন ভিক্ষুক দু’চোখে কম দেখতো। গত ২দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। আজ পুকুরে ভাসমান অবস্থান লাশ পাওয়ার সংবাদ পেয়ে  স্বজনরা এসে তার মরদেহ সনাক্ত করে।  তাদের ধারণা অসাবধানতাবশত: পুকুরে পড়ে তার মৃত্যু হতে পারে।

গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম বলেন, ধলু শেখ নামের এক ভিখারীর  লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি মর্গে প্রেরণ করা হচ্ছে।