গঙ্গাচড়ায় জাতীয় সমাজসেবা দিবস পালিত

আমাদের প্রতিদিন
2025-02-12 19:44:03

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে রংপুরের গঙ্গাচড়ায় আলোচনা সভা ও ওয়াকাথন অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সমাজসেবা অফিসের আয়োজনে আজ বৃহস্পতিবার (২ জানুয়ারী) সকালে  উপজেলা কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি  ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার মোসাদ্দেকুর রহমান।

এতে উপস্থিত ছিলেন ওসি (অপারেশন) প্রশান্ত পরামানিক, ভেটেনারি অফিসার ডা. মোঃ ইউসুফ আলী, উপজেলা সমবায় অফিসার আবতাবুজ্জামান চয়ন, উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, এনজিও কর্মী ও জুলাই কন্যাগণ।

আলোচনা সভার প্রাক্কালে ওয়াকাথন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।