গঙ্গাচড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলার উদ্বোধন

আমাদের প্রতিদিন
2025-02-14 02:08:44

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের গঙ্গাচড়ায় ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা এবং ৯ম বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়েছে। ‘জ্ঞান বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়’ শ্লোগানে মেলায় ১০টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও উদ্ভাবকরা অংশ নিয়েছেন। যেখানে স্ব-স্ব প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত ধারণা নিয়ে হাজির হয়েছে। বুধবার সকালে উপজেলা মাল্টিপারপাস হলরুমে দুইদিন ব্যাপী মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ হাসান মৃধা। উপজেলা একাডেমিক সুপারভাইজার আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান চয়নের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা প্রকৌশলী মজিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দিপা রানী বিশ্বাস,  গঙ্গাচড়া বিএম কলেজের অধ্যক্ষ নুরুন্নবী, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক প্রমুখ।

এ সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।

মেলার উদ্বোধন শেষে গঙ্গাচড়া হাজী দেলওয়ার হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত হয়।