কাউনিয়ায় বিজ্ঞান মেলার উদ্বোধন

আমাদের প্রতিদিন
2025-03-22 04:05:22

কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় 'জ্ঞান-বিজ্ঞানে করবো জয় সেরা হবো বিশ্বময়' এ প্রতিপাদ্য নিয়ে তারুণ্যের উৎসবে জাতীয় প্রযুক্তি সপ্তাহ বিজ্ঞান মেলা শুরু হয়েছে।

আজ (১৩ জানুয়ারি) সোমবার কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে বিজ্ঞান মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মহিদুল হক।

রিপোর্টাস ক্লাবের সাধারণ সম্পাদক  মোঃ সাইদুল ইসলামে সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লোকমান হোসেন,  কৃষি অফিসার মোছাঃ তানিয়া আকতার,  প্রকৌশলী আসাদুজ্জামান জেমি, মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ মোঃ  আরিফ মাহফুজ প্রমূখ।

আলোচনা সভা শেষে অতিথি বৃন্দ  মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন  এবং একটি  র‍্যালি বের করে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এছাড়াও কাউনিয়া মোফাজ্জল হোসেন মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে গ্রামীণ ঐতিহ্য লাঠি খেলা, ফুটবল খেলা সহ নানা ধরনের খেলার আয়োজন করা হয়েছে।