কিশোরগঞ্জে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা

আমাদের প্রতিদিন
2025-03-20 18:18:32

কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধি:

নীলফামারীর কিশোরগঞ্জে “তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) দুপুরে উপজেলা অফিসার্স ক্লাবে তরুণ-তরুণীদের নিয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এর আগে ‘এসো দেশ বদলাই পৃথিবী বদলাই’ শ্লোগান নিয়ে একটি বণার্ঢ্য র‌্যালী হয়।

উপজেলা নির্বাহী অফিসার মৌসুমী হকের সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুজ্জামান, উপজেলা প্রাথমিক শিখ্ষা অফিসার নুর মোহাম্মদ, উপজেলা নাগরিক কমিটির আঃ কাইয়ুম, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা ছাত্র সমন্বয়ক মোতালেব হোসেন প্রমুখ। এছাড়া ছাত্র-ছাত্রীরা দেশ গঠনে তারা তাদের ভাবনাগুলো এ কর্মশালায় তুলে ধরেন। এর আগে সকালে উপজেলা পরিষদ চত্ত¡র হতে একটি বণার্ঢ্য র‌্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে সকল ইউনিয়নে তারুণ্যের ভাবনায় নতুন বাংলাদেশ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া শিক্ষার্থীদের অংশগ্রহণে বির্তক, রচনা, কুইজ, জুলাই-৩৬ সংক্রান্ত  চিত্রাকংন প্রতিযোগিতা, পরিচ্ছন্নতা অভিযান, বর্জ্য শুন্যতার প্রচার, মশক নিধন, জলাবদ্ধতা নিরসন কার্যক্রম, বৃক্ষরোপন কর্মসুচি, আমার স্কুল পরিচ্ছন্ন স্কুল, শ্রেণিকক্ষসহ বিদালয় প্রাঙ্গণ পরিস্কার পরিচ্ছন্নতাকরণ, তারুণ্যের মেলা- বাংলাদেশসহ বিশ্বের সফল উদ্যোক্তাদের জীবন ও সফলতার গল্প শিক্ষার্থীদের মাঝে তুলে ধরা, ব্যাডমিন্টন, ভলিবল, ফুটবল টুর্নামেন্ট, যুব সমাবেশ ও পুষ্টি বিষয়ক সচেতনতার কার্যক্রম করা হয়েছে।