ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় শিশু নিহত

আমাদের প্রতিদিন
2025-03-18 23:03:34

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি :  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে সড়ক দুর্ঘটনায় সোহাগ নামের এক সাত বছরের শিশু নির্মমভাবে নিহত হয়েছে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার চন্দ্রখানা চৌধুরীটারি গ্রামের গ্রামীণ চন্দ্রখানা চিনাবাড়ী সড়কের সাইডে খেলতে থাকা অবস্থায় ওই এলাকার বিপ্লবের সাত বছরের শিশু ছেলে সোহাগকে একটি দ্রুতগামী মাটি ভর্তি ট্রলি চাপা দেয়। স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডা: হোমায়রা তাকে মৃত ঘোষণা করেন। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মামুনুর রশীদ ঘটনা সত্যতা নিশ্চিত করেছেন।