শিবের হাট মাহমুদিয়া মাদ্রাসার উন্নয়নকল্পে তাফসীর মাহফিল অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2025-03-22 02:36:18

আঃ রহিম, পাগলাপীর (রংপুর):

রংপুর সদর উপজেলার পাগলাপীর হরিদেবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান শিবেরহাট মাহমুদিয়া হাফিজিয়া মাদ্রাসার বিভিন্ন অবকাঠামো সংস্কার উন্নয়ন বাস্তবায়নের লক্ষ্যে এবং হাফেজ ছাত্রদের দস্তারবন্দী উপলক্ষ্যে এক বিশাল তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২০ জানুয়ারি ২০২৫ইং রোজ সোমবার অত্র মাদ্রাসার মাঠ প্রাঙ্গনে বাদ আছর হতে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মা বোন ও মুসল্লিদের অংশগ্রহনে অনুষ্ঠিত হয় ৪৩তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলটি। তাফসীরুল কুরআন মাহফিলে সভাপতিত্ব করেন  গংগাচড়া উপজেলার ঐতিহ্যবাহী পাকুড়িয়া দরবার শরীফের ( গদ্দীনিশিন  পীর সাহেব)  সাইয়েদ শাহ মোহাম্মদ রুহুল মাহমুদ ওজায়ের। সহ সভাপতি করেন  অএ মাদরাসার সাধারণ সম্পাদক আলহাজ্ব হযরত মাওঃ আব্দুর রশিদ মাস্টার । প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন রংপুর সদর উপজেলার সাবেক চেয়ারম্যান ও উন্নয়নের রুপকার জনাব  মোঃ ইকবাল হোসেন। সাবেক উপজেলা  চেয়ারম্যান  ইকবাল হোসেন উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লিদের বলেন নামাজ বন্দগি পালনের পাশাপাশি মসজিদ মাদ্রাসা আল্লাহর ঘর সহ ধর্মীয় নানা উপাসনালয়গুলোতে উন্নয়নের জন্য সকলকে এগিয়ে আসতে হবে। তিনি আরো বলেন    আমি আপনাদের সেবক হিসাবে পাশে ছিলাম, আছি এবং সবসময় থাকবো। উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে বিশেষ অতিথি ছিলেন  হরিদেবপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান  মোঃ চাঁন মিয়া, সাবেক সভাপতি অত্র মাদরাসা মোঃ মোস্তাজামান,  বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আব্দুল আখের, সাবেক ইউপি সদস্য বিশিষ্ট সমাজসেবক আজিজুল ইসলাম ভংরী, রংপুর জেলা ও দায়রা জজ কোর্টের আইনজীবি এ্যাডভোকেট নাজমুল হুসাইন, শিবের বাজার কেন্দ্রীয় জামে মসজিদের সভাপতি  মোঃ ইসরাইল হোসেন, কাজী আব্দুস সালাম, বিশিষ্ট সমাজসেবক মোঃ আনিসুর রহমান মাহমুদ, পাগলাপীরের আদদ্বীন একাডেমীর প্রশাসনিক কর্মকর্তা মোঃ শহিদুল ইসলাম সহ সকল অতিথি । তাফসিরুল কুরআন মাহফিলে ওয়াজ  পেশ করেন দেশ বরেণ্য আলেম সহ স্থানীয় ওলামায়ে কেরামগন। পরে অত্র মাদ্রাসার ছাত্রদেরকে পাগড়ী  প্রদান করা হয়।