ডোমারে গরু ব্যবসায়ীর ৩ লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাই

আমাদের প্রতিদিন
2025-12-07 17:31:24

মোসাদ্দেকুর রহমান সাজু, ডোমার নীলফামারী:

 নীলফামারীর ডোমার উপজেলা সোনারায় ইউনিয়নের বসুনিয়া হাট সড়কে জাল্লিরমোড় নামক স্থানে এক গরুর ব্যবসায়ীর নিকট থেকে তিন লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে ছিনতাইকারীরা।

ঘটনাটি ঘটেছে আজ মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর রাতে। আহত গরু ব্যবসায়ী আব্দুল কুদ্দুস (৪০) প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

এব্যাপারে গরু ব্যবসায়ীর পরিবার জানায়,আমরা থানায় লিখিত  অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফিরোজ চৌধুরী  বলেন, জাল্লিরমোড় নামক স্থানে ওই গরুর ব্যবসায়ীর নিকট থেকে তিন লক্ষ ৬০ হাজার টাকা ছিনতাই করে পালিয়েছে ছিনতাইকারীরা। পুলিশ ঘটনা স্থলে এসে একটি হেলমেট ও দেশীয় অস্ত্র উদ্ধার করে নিয়ে গেছে।

এ ব্যাপারে ডোমার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আরিফুল ইসলাম জানান, ফেসবুকে দেখে পুলিশ পাঠিয়ে ছিলাম। তারা লিখিত অভিযোগ এখনো করেনি।