গঙ্গাচড়ায় বাউবির মতবিনিময় সভা অনুষ্ঠিত

আমাদের প্রতিদিন
2025-03-22 08:23:56

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল প্রোগ্রামকে সবার জন্য উন্মুক্ত কর্মমূখী, গণমূখী ও জীবনব্যাপী শিক্ষা গ্রহনের লক্ষ্যে রংপুর আঞ্চলিক অফিসের উদ্যোগে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলামের দিকনির্দেশনায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রংপুরের গঙ্গাচড়া উপজেলার বাগডহরা দারুল হুদা দাখিল মাদ্রাসা হলরুমে আজ বুধবার  (২৯ জানুয়ারি) এ সভা হয়েছে।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাগডহরা দারুল হুদা দাখিল মাদ্রাসার অবসরপ্রাপ্ত সুপার সাইদুর রহমান। প্রধান অতিথির বক্তব্য রাখেন বাউবি রংপুরের আঞ্চলিক পরিচালক আবু হাফিজ মোঃ ফজলে নিজামী। বক্তব্যে প্রধান অতিথি বলেন, সাধারণ শিক্ষার্থীদের জন্য নির্ধারিত বয়স সীমা রয়েছে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে যে কোন বয়সের লোকেরাই যে কোনো শিক্ষা গ্রহণ করতে পারেন। এজন্য উন্মুক্ত বিশ্ববিদ্যালয় ১৬ টি শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করেছে।

সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাউবি রংপুরের উপ-পরিচালক (অর্থ ওহিসাব) আজিজার রহমান, গঙ্গাচড়া মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কাশেম, নোহালী ইউপি সদস্য জাহেরুল ইসলাম বকুল, রওশন আরা বেগম, বাউবির প্রশিক্ষক ও গঙ্গাচড়া মহিলা কলেজের প্রভাষক বিমল চন্দ্র রায়সহ অনেকে। সঞ্চালনায় ছিলেন গঙ্গাচড়া মহিলা কলেজের প্রভাষক ড. মোস্তাফিজুর রহমান।