রংপুরে আ.লীগের রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও জুলাই হত্যাকাণ্ডের  বিচারের দাবিতে ছাত্রশিবিরের গণমিছিল

আমাদের প্রতিদিন
2025-03-17 05:30:26

নিজস্ব প্রতিবেদক:

জনরোশের মূখে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গুম খুন দুর্নীতি সহ সকল রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের এবং জুলাই হত্যাকাণ্ডের  বিচারের দাবিতে রংপুর মহানগরীতে গণ মিছিল করেছে ইসলামী  ছাত্রশিবির।

আজ শুক্রবার ( ৩১ জানুয়ারি) জুম্মার নামাজের পর মহানগরীর কাচারি বাজার এলাকার মডেল মসজিদ থেকে গণ মিছিলিটি শুরু করে ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা।  মিছিলটি সুরভী উদ্যান মোড়, পুলিশ লাইনস মোড়, টাউন হল,  সিটি কর্পোরেশন, কৈলাশরঞ্জন  মোড়  সুপারমার্কেট মোড়, পায়রা চত্বর, জাহাজ কম্পানি মোড়, প্রেসক্লাব চত্বর, জীবন বীমা মোড়, গ্র্যান্ড হোটেল মোড় হয়ে শাপলা চত্বরে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এসময় তাদেরকে শেখ হাসিনার বিচারের দাবিতে ‘আমার ভাই কবরে, খুনি হাসিনা কেন বাইরে’, ‘ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, শেখ হাসিনার ফাঁসি চাই’, ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘নারায়ে তাকবীর, আল্লাহুআকবার’ নানা ধরণের স্লোগান দিতে দেখা গেছে।

পরে সেখানে সমাবেশ করে তারা। এ সময় বক্তব্য রাখেন, মহানগর শিবির সভাপতি নুরুল হুদা  ও সেক্রেটারি আনিসুর রহমান । বলেন, দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।