বুড়িমারী স্থলবন্দর দিয়ে আজ থেকে ভারত ও ভুটানের বোল্ডার আমদানি বন্ধ

আমাদের প্রতিদিন
2025-03-22 03:37:41

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার দেশের ২য় বৃহত্তর স্থলবন্দর বুড়িমারী দিয়ে আজ শনিবার (১ফেব্রুয়ারী)   থেকে ভারত ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি পুর্বঘোষিত কর্মসূচির আলোকে আমদানি ব্ন্ধ করেছে আমদানিকারকেরা। 

বিষয়ে বুড়িমারী স্থলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন  কে জানান পাথরের আমদানি মূল্য কমানোর যে দাবী ছিল তা কার্যকর না হওয়ায় আজ থেকে ভারত ভুটান থেকে বোল্ডার পাথর আমদানি বন্ধের পূর্বঘোষনা ছিল তা কার্যকর করা হয়েছে।

বুড়িমারী স্হলবন্দরের সিএন্ডএফ এসোসিয়েশন সাধারন সম্পাদক এস এম নিয়াজ নাহিদ বলেন যতদিন  না পযর্ন্ত পাথরের দাম সহনীয় পর্যায়ে না আসবে ততদিন পযর্ন্ত আমদানি রপ্তানি বন্ধ থাকবে।

উল্লেখ্য বুড়িমারী স্থলবন্দরে প্রতিদিন গড়ে ৩শ ৫০ থেকে ৪শ ট্রাক ভারতীয় ভূটানের পণ্য খালাস করা হয় যার সিংহভাগই ভুটান ভারতের কয়েক ধরনের পাথর