কাউনিয়ায় আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি গ্রেফতার

আমাদের প্রতিদিন
2025-04-25 17:22:07

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে হারাগাছ পৌর আওয়ামীলীগের নাম্বার ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান আলীকে (৬৫) গ্রেফতার করেছে যৌথবাহিনী।

আজ শনিবার (১৫ ফেব্রুয়ারি) লুৎফর রহমান আলীকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মামলায় গ্রেফতার দেখিয়ে রংপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

এরআগে শুক্রবার সন্ধায় তাকে কাউনিয়া উপজেলার হারাগাছ পৌরসভার দালালহাট বিজ্রসংলগ্ন ধুমগড়া বাজার এলাকা থেকে আটক করা হয়।

লুৎফর রহমান আলী উপজেলার হারাগাছ পৌর দালান হাট নয়াটারি এলাকার মৃত মজেদ উল্লাহের ছেলে। 

শনিবার ‍মুঠোফোনে রংপুর মেট্টোপলিটন হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম সোহেল গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন,  শুক্রবার সন্ধার দিকে কোতয়ালী ও হারাগাছ থানা পুলিশ এবং যৌথবাহিনী অপারেশন ডেভিল হান্ট অভিযান চালিয়ে হারাগাছ পৌর আওয়ামীলীগের  এক নাম্বার ওয়ার্ড সভাপতি লুৎফর রহমান আলী আটক করা হয়। পরে   কোতয়ালীর পুলিশ তাকে থানায় নিয়ে যায়।

জানতে চাইলে রংপুর মেট্টোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, জুলাই-আগষ্টে রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হামলা, হত্যা, হত্যাচেষ্টাসহ নাশকতা, পরিকল্পনা এবং অর্থ যোগান দেয়ার ঘটনার মামলায় কাউনিয়ার হারাগাছ পৌরসভা আওয়ামীলীগের ওয়ার্ড সভাপতি মোঃ লুৎফর রহমানকে গ্রেফতার দেখানো হয়েছে। আজ শনিবার তাকে মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে রংপুর কারাগারে পাঠানো হয়েছে।