ফুলবাড়ীতে ঝুলন্ত অবস্থায় বৃদ্ধার মরদেহ উদ্ধার

আমাদের প্রতিদিন
2025-12-07 12:19:19

আঞ্চলিক প্রতিনিধি:  

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ঝুলন্ত অবস্থায় বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে ফুলবাড়ী থানা পুলিশ। ঘটনাটি ঘটে অনুমানিক সকাল ৮ টার দিকে। নিহত বৃদ্ধা উপজেলার কুটিচন্দ্রখানা গ্রামের মৃত কোরবান আলীর স্ত্রী হাসিনা বেওয়া (৭১)।

স্থানীয়রা জানান, নিহত বৃদ্ধা দীর্ঘদিন থেকে মাসুষিক রোগে আক্রান্ত ছিলেন। সেকারনেই হয়তো তিনি গলায় ওড়না পেছিয়ে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ মামুনুর রশীদ জানান, পরিবার, এলাকাবাসী ও জনপ্রতিনিধিসহ ওই এলাকায় তদন্ত করে জানা গেছে নিহত বৃদ্ধা একজন মানুষিক রোগী। এব্যাপারে তার ছেলে বাদী হয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছেন।