নিজস্ব প্রতিবেদক:
কুড়িগ্রামে ফুলবাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র , নাগেশ্বরী উপজেলার রামখানা ও নুনখাওয়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র পরিদর্শন করেন বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা রংপুর জনাব দেওয়ান মোর্শেদ কামাল। গতকাল সোমবার সকালে তিনি এ পরিদর্শনে যান।
উল্লেখ্য যে, সম্প্রতি কানাডিয়ান সরকার, জাতিসংঘ জনসংখ্যা তহবিল বাংলাদেশ এর কারিগরি সহায়তায় কুড়িগ্রাম জেলায় ৫টি উপজেলায় ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে ২৪/৭ ঘন্টা স্বাভাবিক ডেলিভারি সার্ভিস চালু করণ, প্রজনন স্বাস্থ্যসেবার উন্নয়ন, মাতৃমৃত্যু ও শিশু মৃত্যু হ্রাসে সময়োপযোগী পদক্ষেপ নেওয়া হয়েছে।
কুড়িগ্রাম দুর্গম চরে যাতে করে দক্ষ মিডওয়াইফদের মাধ্যমে গর্ভবর্তী নারী, প্রসূতি মায়ের পরিচর্যা, শিশুদের যত্ন ও কিশোরীদের কাউন্সিলিং, পরিবার পরিকল্পনা সেবা প্রদান। পাশাপাশি রেফারেল সিস্টেমকে শক্তিশালী করণ।
ভায়া ও ফিস্টুলা রোগী সনাক্তকরণসহ জনসচেতনতা মূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।
বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা রংপুর মহোদয় আগামীকাল নারায়ণপুর ও সাহেবের আলগা চর পরিদর্শন করবেন।
এসময় বিভাগীয় পরিচালক পরিবার পরিকল্পনা রংপুর জনাব দেওয়ান মোর্শেদ কামাল এর সাথে উপস্থিত ছিলেন, উপ পরিচালক পরিবার পরিকল্পনা কুড়িগ্রাম জনাব মোদাব্বের হোসেন, সহকারী পরিচালক জনাব
ডাঃ মন্জুর হোসেন, ল্যাম্বের অপারেশনস ডিরেক্টর স্বপন পাহান ও কমিউনিটি হেলথ্ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম এর ডিরেক্টর উৎপল মিনজ্।