কাউনিয়ায় ট্রাক-অ্যাম্বুলেন্স সংঘর্ষে আহত ২

আমাদের প্রতিদিন
2024-09-15 16:54:30

কাউনিয়া রংপুর প্রতিনিধি:

রংপুরের কাউনিয়া উপজেলায় ট্রাক ও রোগীবাহী অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে দুথজন আহত হয়েছেন। শনিবার (১৪ জানুয়ারি) সকাল ৮টায় দিকে রংপুর কুড়িগ্রাম মহাসড়কের উপজেলার কুর্শা ইউনিয়নের বিজলেরঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন- অ্যাম্বুলেন্স চালক তামজিদ হোসেন (২৫)। তিনি রংপুর সদরের ধাপ চিকনি বিল এলাকার আজাদুল করিমের ছেলে। চালকের সরকারি একলাছ মিয়া (২৭)। তিনি রংপুর সদরের মেডিকেল মোড় এলাকার আজাদ মিয়ার ছেলে। কাউনিয়া থানার উপরিদর্শক এসআই আব্দুল মমিন জানায়, অ্যাম্বুলেন্সটি রোগী বহন করে লালমনিহাট থেকে রংপুর শহরের দিকে ফিরছিলেন। উপজেলার বিজলের ঘুন্টি বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা একটি ইটবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে অ্যাম্বুলেন্সটি রাস্তার পাশে খাদে পড়ে দুমরে মুচড়ে যায়। এতে অ্যাম্বুলেন্স চালক ও সহকারী আহত হন। কাউনিয়া থানার ইন্সপেক্টর তদন্ত  ফরহাদ মন্ডল জানান, আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।