জাতীয় পরিচয়পত্র পরিষেবা নতুন কমিশনে স্থানান্তরের প্রতিবাদে হিলিতে মানববন্ধন

আমাদের প্রতিদিন
2025-12-07 13:31:13

হিলি প্রতিনিধি:

জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুনকমিশনে স্থানান্তর এর কুট পরিকল্পনার বিরুদ্ধে দিনাজপুরের হিলিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে।

বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন এর আয়োজনে বৃহস্পতিবার (১৩ মার্চ) দুপুর ১২টায় উপজেলা নির্বাচন কমিশন অফিস চত্বরের সামনে এই মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশনের সদস্যরা।

এসময় তারা অভিযোগ করে বলেন স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুনকমিশনে স্থানান্তর করা হলে মানুষ আরো হয়রানি হবেন। তাই নির্বাচন কমিশনেই জাতীয় পরিচয়পত্র পরিষেবা রাখার দাবী জানান তারা। এ সময় সেখানে উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান আলী, অফিস সহকারী জাহানারা বেগমসহ অনেকে উপস্থিত ছিলেন।