রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক এইচডিইউ ইউনিটের উদ্বোধন

2025-12-09 05:03:32

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার (৭ আগষ্ট)  রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল এ নতুন High Dependency Unit ইউনিটের উদ্বোধন করা হয়েছে। আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও প্রশিক্ষিত চিকিৎসক-কর্মীদের সমন্বয়ে গঠিত এই ইউনিটটি উত্তরবঙ্গের মানুষের জন্য একটি নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় পরিচালক, ডাক্তার গাউসুল আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের ব্যাবস্থাপনা পরিচালক মোঃ নাজমুল আহসান সরকার। রংপুর গ্রুপের উপ ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালক স্বপন কুমার বর্মন। যাদের ²জন্য HDU প্রয়োজন হতে পারে? যেসব রোগী।CU-তে যাওয়ার মতো সংকটাপন্ন নন, কিন্তু সাধারণ ওয়ার্ডে রাখাও ঝুঁকিপূর্ণ-তাদের HDI-তে বিশেষ যত্নে রাখা হয়। ICU থেকে রিকভারি করা রোগীদের HDU-তে স্থানান্তর করে সেখানে ধীরে ধীরে সুস্থতার পথে নিয়ে যাওয়া হয়। জরুরি প্রয়োজনে IV fluid, ইনজেকশন, অক্সিজেন থেরাপি, নেবুলাইজার, বাইপ্যাপ/সিপ্যাপ মেশিনসহ আধুনিক চিকিৎস দেওয়া হয়। HDU-তে রোগীদের আলাদা পর্যবেক্ষণ থাকায় সংক্রমণ ছড়ানোর ঝুঁকি কমে যায়, যা হাসপাতালে অত্যন্ত গুরুত্বপূর্ণ।HDU-এর সুবিধাসমূহ প্রশিক্ষিত নার্স ও চিকিৎসক ধারা ২৪ ঘণ্টা সেবা আধুনিক যন্ত্রপাতি ও মনিটরিং ব্যবস্থা রোগীর পরিবারকে নিয়মিত আপডেট প্রদান