উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ডাক্তার সংকট, ধার করা ডাক্তার দিয়ে চলছে অপারেশন থিয়েটার

2025-12-09 12:31:07

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি :

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে দীর্ঘদিন ধরে মারাÍক ডাক্তার সংকট থাকা সত্ত্বেও থেমে নেই সিজারিয়ান অপারেশন। সীমিত জনবল ও সরঞ্জাম নিয়ে প্রতিদিন রোগীদের সেবা দিতে হিমশিম খাচ্ছেন চিকিৎসক ও নার্সরা।

জানা গেছে, বিশেষ করে সার্জারি বিভাগের চাহিদা অনুযায়ী নিয়োগ না থাকায় রোগীদের চাপে পড়তে হয় হাসপাতাল কর্তৃপক্ষকে। ফলে বাধ্য হয়ে পাশের উপজেলা ও জেলা হাসপাতাল থেকে ধার করে ডাক্তার এনে নিয়মিত চলছে অপারেশন থিয়েটার (ওটি) কার্যক্রম।

অন্যদিকে স্বাস্থ্য-কমপে¬ক্সে প্রয়োজনীয় সংখ্যক বিশেষজ্ঞ ডাক্তার না থাকায় অনেক ক্ষেত্রেই দায়িত্বরত  চিকিৎসকরাই অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। গর্ভবতী মায়েদের সেবা দিতে কর্তব্যরত চিকিৎসকরা দিন-রাত কাজ করে যাচ্ছেন।

রোগী ও তাদের স্বজনরা জানান, আমরা নিজ উপজেলায় সরকারি ভাবে চিকিৎসা নিতে পারছি। রংপুর বা বগুড়া জেলা শহরগুলোতে গেলে বিভিন্ন হয়রানির শিকার সহ অর্থনৈতিক অনেক ক্ষতি হয় কিন্তু নিজ এলাকায় সিজার করে আমাদের অর্থ, সময় সবকিছুইতেই সুবিধা ভোগ করতে পারছি। চিকিৎসক সংকট থাকা সত্ত্বেও সময়মতো সিজার অপারেশন হওয়ায় অনেক মা ও নবজাতকের জীবন রক্ষা পাচ্ছে। তবে তারা দ্রুত ডাক্তার নিয়োগ দিয়ে চিকিৎসা সেবা আরও মানসম্মত করার দাবি জানিয়েছেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান হোসেন মেহেদী জানায়, আজ কে আমরা ৩ টি সিজার অপারেশন সম্পন্ন করেছি।   ডাক্তার সংকট নিরসনে সংশি¬ষ্ট দপ্তরে একাধিকবার চিঠি দেওয়া হয়েছে। নতুন ডাক্তার নিয়োগ পেলে সেবা আরও উন্নত হবে বলে আশা প্রকাশ করেন।